নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় সাগর কুমার (৪০) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া আমতলা নামক স্থানে। তিনি মাগুরা সদরের ওয়াপদা গ্রামের গুরুপদ দাসের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সাগর যশোর হতে মাগুরার তার নিজ বাড়িতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচবাড়ি আমতলা মোড়ে আসলে মাগুরার দিক হতে আসা দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের ফাড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। মরদেহটি যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। তবে সনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
