নিজস্ব প্রতিবেদক
সহকর্মীর পিতার দাফন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের মারপিটের শিকার হয়েছেন সরকারি এম এম কলেজ ছাত্রদলের তিন নেতা-কর্মী। সোমবার বিকেলে শহরের কারবালা কবরস্থানের পাশেই মারপিটের ঘটনা ঘটে।
আহতরা হলেন- এমএম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটন দরফদার ও ছাত্রদল কর্মী জিহাদ হোসেন। আহতদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম জানান, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সাইফুজ্জামান রাজের পিতার দাফন সেরে কারবালা কবরস্থান থেকে তারা রিকশা যোগে ফিরছিলেন। কারবালা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানো মাত্রই তাদের ওপর ৫ থেকে ৭জন হামলা করে। হামলাকারীরা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বিল্টু, টিটন তরফদার ও ছাত্রদল কর্মী জিহাদ হোসেনকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। হামলাকারীরা এম এম কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মী বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, জাহিদুল ইসলাম বিল্টু ও টিটন তরফদার মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের মাথার সিটি স্ক্যান করতে বলা হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
হামলার বিষয়ে এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ ইমাম হাসান বলেন, সরকার বিরোধী নিয়মিত কর্মসূচি পালনের কারণে তারা ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের রোষানলের শিকার হন। তারই জেরে সন্ত্রাসীরা তিন ছাত্রদল নেতাকর্মীদের মারপিট করেছে।