নিজস্ব প্রতিবেদক
যশোরের চিহ্নিত সন্ত্রাসী রমজান আলী হত্যা মামলা আসামি মেহেদী আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার আত্মসমর্পণের পরে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
আসামি মেহেদী যশোর শহরের আশ্রম রোডের মোহম্মদ আলীর ছেলে।
উল্লেখ্য, গত ৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে এলাকার পিচ্চি রাজার নেতৃত্বে একদল সন্ত্রাসী রেলগেট পশ্চিমপাড়ায় রমজানের উপর হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত রমজানের মা রেখা খাতুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ১৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এতদিন পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার এই মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী আদালতে আত্মসমর্পণ করে। বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।