নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বোর্ড স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, পুলিশ পরিদর্শন খন্দকার মশিউর রহমান, ইসলামিক মিশনের প্রোগ্রাম অফিসার হাসান জামিল প্রমুখ। বক্তারা বলেছেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। আমাদের জাতীয় জীবনে ইমামদের ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন শেষে আগামী বাংলাদেশ’র সুখী ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের মাস্টার ট্রেইনার আশরাফ আলী।