নিজস্ব প্রতিবেদক
যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে শনিবার (৩ আগস্ট) প্রেসক্লাব যশোর মিলনায়তনে একজনের মৃত্যুজনিত ও আটজন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।
জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচআর তুহিনের পরিচালনায় বক্তব্য দেন, জেইউজের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেইউজের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন এবং সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু প্রমুখ।