নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোর’র সামনে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রেসক্লাব যশোর ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় জড়িত আসামিদের আটক করা হয়েছে। তবে বিগত ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়। নাদিম হত্যার মাস্টার মাইন্ডসহ হত্যায় সরাসরি অংশ নেওয়া আসামিদের নাম পুলিশসহ দেশের সাধারণ মানুষ জেনে গেছে। ফলে দ্রুতই অভিযোগপত্র দাখিল করে বিচারের মুখোমুখি করতে হবে।
সাংবাদিক নেতারা বলেন, জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে সাংবাদিকদের ওপর আর কেউ হামলা করতে সাহস না পায়। নাদিম হত্যার সুষ্ঠু বিচার না হলে জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে সাংবাদিক সমাজ।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল ও সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।