নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৬ আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২ জন জিআর মামলার সাজাপ্রাপ্ত, ২ জন জিআর, ১ জন সিআর সাজাপ্রাপ্ত ও ১ জন সিআর মামলার পরোয়ানাভুক্ত।
১১ জুন রাতে যশোর শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় হোসেন (২২) ও রাতে তেঘরিয়া এলাকা থেকে একই মেয়াদের সাজাপ্রাপ্ত শাহিনুর ওরফে শাহীনকে (৩৬) গ্রেফতার করা হয়। অন্যদিকে, রাত সাড়ে বারোটায় শহরের রেলগেট পশ্চিমপাড়া থেকে সিআর মামলার আসামি আব্দুর রাজ্জাক (৬৫) এবং ভোরে রূপদিয়া এলাকা থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু তালেব খানকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি জানান যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া।