নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে সাড়ে ৩শ’ বোতল ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুস (৩২) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পুলিশ অগ্রভুলট গ্রামের ইউসুফ আলীর ছেলে রানা হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে সাড়ে ৩শ’ বোতল ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুস নামে ওই যুবককে আটক করে পুলিশ। আটক আব্দুল কুদ্দুস একই গ্রামের মোসলেম আলীর ছেলে। এ ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়েছে।