নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর এমএম কলেজ, সিটি কলেজ ও পলিটেকনিক কলেজ ছাত্রলীগের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শনিবার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, এমএম কলেজ ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ রনি, আলী হাসান রনি, জয়নাল আবেদীন মুক্তা, তৌফিক পারভেজ, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদার প্রমুখ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের মামলায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী বর্তমানে শাহী কারাগারে বন্দি রয়েছেন।