নিজস্ব প্রতিবেদক
যশোরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যশোরের আয়োজনে কালেক্টরেট সভাকক্ষের অমিত্রাক্ষরে এ আলোচনা সভা হয়। ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোরের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা সভাপতি যশোর সদর উপজেলা সেক্টেটারিসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার মাস্টার ট্রেইনার আশরাফ আলী। পবিত্র গীতা পাঠ করেন অধ্যাপক অকিল চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আসন্ন শারদীয় দূর্গাপূজায় ভিন্ন সম্প্রদায়ের লোক কর্তৃক পূজা উদযাপনে বিঘ্ন সৃষ্টি করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য সকলকে সচেতন থাকার বিষয়ে গুরুত্ব আলোচনা হয়।