নিজস্ব প্রতিবেদক: যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপি জেলা সাহিত্য মেলা। বাংলা একাডেমির তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আয়োজনে ২১ ও ২২ ডিসেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে। তবে জেলার অনেক কবি-সাহিত্যিকের এ মেলা নিয়ে ক্ষোভ রয়েছে। তাদের দাবি, তাদেরকে সেভাবে জানানো হয়নি। লোকমারফত তারা শুনেছেন। কবি সাহিত্যিকদের লেখা নিয়ে সংকলন প্রকাশের কথা থাকলেও কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি।
যশোর টাউনহল ময়দানে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। কমিটিতে আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক হোসেন উদ্দিন হোসেনও। অন্যান্যের মধ্যে আছেন ড. মোস্তাফিজুর রহমান, ড. সবুজ শামিম আহসান, ড. শাহানাজ পারভীন ও গোলাম মোস্তফা মুন্না।
কবি তহীদ মনি বলেন, মেলাতে অংশগ্রহণের জন্য এই জেলার কবি-সাহিত্যিকদের ফরম পূরণ করতে হচ্ছে। কিন্তু অনেক লেখক, কবি, সাহিত্যিক এই ফরমের কথা জানেন না। যশোর জেলার ওপরে প্রবন্ধ পাঠ ও সংকলন প্রকাশের কথা থাকলেও লেখা আহ্বান করা হয়নি।
কবি ও লেখক সৈয়দ আহসান কবীর বলেন, যশোরে সাহিত্য মেলার বিষয়ে কিছুই জানি না। তবে প্রত্যেকটি জেলায় হবে, কোনো কোনো জেলায় হয়েছে বলে জানি। যশোরে মেলা উপলক্ষে লেখা আহ্বানও করতে শুনিনি বা দেখিনি। আমার মতো স্থানীয় অনেক কবি ও সাহিত্যকই জানতে পারেননি বলে আজ শুনলাম।
কবি আরশি গাইন বলেন, জেলা সাহিত্য মেলা হবে সেটা জেনেছি। তবে সংকলন প্রকাশ হবে সেটা জানতাম না।
কবি মামুন আজাদ বলেন, যশোর বইমেলায় এসে সাহিত্য মেলার বিষয়ে জানতে পারি। সংকলন বিষয়ে কিছুই জানতে পারিনি।
এ ব্যাপারে কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, কারা কবি সাহিত্যিক সেটা তারা জানেন না। আমাদের কাছে কোন তালিকা নেই। যারা ফরম পূরণ করবেন তারা দাওয়াত পাবেন।
বাংলা একাডেমির জেলা সাহিত্য মেলার সমন্বয়কারী সাইমন জাকারিয়া বলেন, বাংলা একাডেমি শুধু সমন্বয় করছে। আর তত্ত্বাবধায়ন করছে জেলা প্রশাসন। জানানোর দায়িত্ব জেলা প্রশাসনের। সবাইকে জানিয়ে মেলাটি করলে কবি সাহিত্যিকদের মিলনমেলা হবে।