নিজস্ব প্রতিবেদক: যশোর সিএন্ডএফ ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের হাসান হোটেলে এই আয়োজন করা হয়। ফোরামে জেলা সভাপতি আবুল হোসেন দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন জেলা ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বেনাপোল ফোরামের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। ইফতার ও দোয়া মাহফিলে সকল মৃত সদস্যের মাগফেরাত কামনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, সুলতান মাহমুদ বিপুল, মতিয়ার রহমান মতি, আমজাদ হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।