নিজস্ব প্রতিবেদক: যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। ওই ছাত্রের নাম শফিকুল ইসলাম (১৬)। সে খড়কির বাসিন্দা ও মুসলিম একাডেমির দশম শ্রেণির ছাত্র।
আহত শফিকুল ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে স্কুল শেষ করে বাসেয় যাওয়ার পথে এমএম কলেজের আসাদ গেইটে সামনে আসলে স্টেডিয়াম পাড়ার সাগর হোসেন আচমকা শফিকুলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, ছুরিকাহত এক স্কুলছাত্রকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, এমএম কলেজ গেইটে ছুরিকাঘাতের ঘটনা হয়েছে জেনেছি। তবে কারণ এখনই বলা যাচ্ছে না।