নিজস্ব প্রতিবেদক
যশোরে আবু হুরায়রা অন্তর (১৭) নামের এক স্কুলছাত্রকে রোববার ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার রামনগর নামেজ সরদার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও রাজারহাট পুকুরকুল গ্রামের হায়দার আলীর ছেলে।
আহতের বন্ধু জুবায়ের হোসেন জানায়, রোববার বিকালে তারা হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে নয়ন, ইউসুফ, মারুফ, ফয়সাল, সাকিবসহ কয়েকজন অন্তরকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ জানান, অন্তর তার রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এ জন্য তার দলীয় প্রতিপক্ষরা অন্তরকে ছুরিকাঘাত করেছে।