নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনালে তারা ২৩-১৪ পয়েন্টে হারিয়েছে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়কে।
এর আগে নমেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় ২০-১০ পয়েন্টে ভাটপাড়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় ওয়াক আউট পেয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কাবাডি প্রতিযোগিতায় দ্বিতীয় হলেও দাবাতে প্রথম হয়েছে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের তাহসিন ফারদিন নিরব, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সিফাত হোসেন দ্বিতীয় ও খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের তাওহিদুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করে। কাবাডি প্রতিযোগিতায় ৬টি স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।
খেলা শেষে জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালরে প্রধান শিক্ষক জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নূরুল আরিফিন।
