নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় বৃহস্পতিবার দিনব্যাপি স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়। তারা ২-১ সেটে স্বাগতিক চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম সেট ২৫-২৩ পয়েন্টে জয় পায়। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ২৫-২০ পেয়েন্ট জয় তুলে নেয় স্বাগতিক স্কুল। তবে তৃতীয় সেটে ১৬-১৪ পয়েন্ট জয় তুলে নেয় নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এসময় বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া কার্যালয় আয়োজিত এই প্রতিযোগিতায় ৬টি স্কুল অংশ গ্রহণ করে।
