নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ঘুনি এলাকায় নর্থ-সাউথ স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে মিলের সুতার গোডাউনে আগুনে সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নর্থ-সাউথ স্পিনিং মিলের ব্যবস্থাপক তৌফিকুর রহমান জানান, দুপুরে নিরাপত্তাকর্মীরা মিলে আগুন লাগার খবর দেয়। এরপর বিষয়টি ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তার ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তের প্রয়োজন।
যশোর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসায় আজিজুল হক জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। তাদের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।