নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের খড়কী সার্কিট হাউজ পাড়ায় ভাই ও ভাইপোদের হাতে জখম হয়েছেন কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। তিনি ওই এলাকার মৃত আব্দুল বাকির জোয়ারদারের ছেলে। এই ঘটনায় কামরুল ইসলামের শ্যালক শহরের বেজপাড়া মাহফুজ সড়কের বাসিন্দা মাসুম বিল্লাহ আজাদ কোতোয়ালি থানায় সোমবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো, কামরুল ইসলামের ভাই আমিনুর ইসলাম (৫০), রুহুল আমিন (৬০), মোমিনুর রহমান (৪৪) মনিরুল ইসলাম (৪২), আব্দুর রহমানের ছেলে ফরহাদ (৪৪), আমিনুর রহমানের ছেলে স্বাধীন (২২) এবং মোমিনের ছেলে মাহিন (২০)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জমি নিয়ে ভাইদের সাথে কামরুল ইসলামের বিরোধ চলে আসছে। সেই কারণে কামরুল আদালতে একটি পিটিশিন দায়ের করেন। এরপর থেকে তার ভাইয়েরা কামরুলকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। এই হুমকি দেয়ায় তিনি কোতোয়ালি থানায় ২০২০ সালের ৩০ নভেম্বর একটি জিডি করেন। কিন্তু অভিযুক্তরা প্রায় তাকে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। গত ২৮ মে অভিযুক্তরা তার বাড়িতে ঢোকে এবং কামরুলের স্ত্রী নিপা ইসলামকে গালিগালাজ করে ও আসবাবপত্র ভাংচুর করে। ঠেকাতে গেলে কামরুলের শরীরের ধারালো অস্ত্রের আঘাত করে। তার হাত ও পা জখম হয়। তার স্ত্রী নিপা ঠেকাতে গেলে তাকেও মারপিট ও শ্লীলতাহানি ঘটায়।