নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর টাউনহল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা কনসার্ট। রোববার রাতে এই অনুষ্ঠান ছিল বিশেষ আর্কষণীয়। এ অঞ্চলের জনপ্রিয় ব্যান্ড দলের অংশ গ্রহণে এই কনসার্ট মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মুক্তির প্রেরণা জাগানিয়া গানগুলো উপস্থাপন করা হয়। এতে অংশ নেয় ব্যান্ডদল ফেরারি, সমন্বয়, ব্যান্ড রিএকশন ও দ্যা জেনারেটর।
ম্যোল্ল্যা বাবু, রানা, রোমান, শোভন, পি বি রুদ্র এবং ডলারসহ এক ঝাক জনপ্রিয় শিল্পী গানে গানে মাতিয়ে দেয় গোটা ময়দান। পূর্ব নির্ধারিত সময় বিকেল ৫টা থাকলেও বৃষ্টিতে বাদসাধে অনুষ্ঠান আয়োজনে। বৃষ্টিকে উপক্ষো করেই কয়েক শ’ তরুণ ময়দানে বিকেল গড়ানোর সাথে সাথে সমবেত হয়। শিল্পীরাও ছিল প্রস্তুত। অনুষ্ঠানের উদ্বোধক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য অনুষ্ঠানে শেষ পর্যন্ত যোগ দিতে পারেনি। তবে অনুষ্ঠান স্থল এক সময় লোকে লোকারন্য হয়ে যায়। চলে অনেক রাত্র পর্যন্ত।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, পবিত্র রমজানের মাঝে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কোন অনুষ্ঠান করা সম্ভব হবে না। তাই আগে ভাগেই এই আয়োজন। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানসহ যশোরের সাংস্কৃতিক জনেরা এসময় উপস্থিত ছিলেন।