নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনাসহ নানা আয়োজনে দিবসটি পালিত হবে। কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হবে। আগামী শনিবার স্বাধীনতা দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি করা হবে।
এদিন সকাল ৬টায় যশোর শহরের মণিহার এলাকায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসন। সকাল ৮টায় শামসুল হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হবে। ৮টা ১৫ মিনিটে স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কাউটস ও শিশু কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় স্টেডিয়ামে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান। সকাল সাড়ে দশটায় টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা। বিকেল ৩টা সরকারি বালিকা বিদ্যালয়ে মহিলাদের খেলাধুলা। বিকেল ৩টা ৪৫ মিনিটে শামসুল হুদা স্টেডিয়ামে প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা। বিকেল চারটায় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ। যশোর নাদিরা ইসলাম ভলিবল গ্রাউন্ডে বঙ্গবন্ধু স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট। বিকেল ৫টায় টাউন হল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুর্বণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের মণিহার চত্বরের বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে প্রেসক্লাব যশোর। আগামী ২৬ মার্চ শনিবার সকাল ১০টায় বিজয় স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। প্রেসক্লাব যশোরের সকল সদস্যকে এই কর্মসূচিতে অংশ নিতে ওইদিন সকাল সাড়ে ৯টার মধ্যে ক্লাব চত্বরে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সম্পাদক এসএম তৌহিদুর রহমান।