নিজস্ব প্রতিবেদক
যশোরে স্বামীর হাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালদাহ মিকুল ব্রিকস্ থেকে নুর নাজমা (৩০) নামে ওই নারীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমা গোয়ালদাহ মিয়াপাড়ার মশিউর রহমানের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার মাস আগে সাংসারে বনিবনা না হওয়ায় একই গ্রামের সালাউদ্দিনের সঙ্গে নুর নাজমার ডিভোর্স হয়। এরপর থেকে স্বামী তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিলো। সর্বশেষ শুক্রবার সকালে স্বামী সালাউদ্দিন ওই নারীর বাড়িতে আসেন এবং আবারও ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু তিনি তার সঙ্গে যেতে অস্বীকার করলে তাকেসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়ে চলে আসেন সালাউদ্দিন। বিকেলে নাজমা গরু নিতে মিকুল ব্রিকসের পাশে আসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ দিন সন্ধ্যার দিকে ভাটাশ্রমিকরা ঝোপের পাশে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দেয়।
পরে পরিবারের লোকজন এসে পুলিশে দেয়। রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরিবারের লোক ধারণা করছে সাবেক স্বামী সালাউদ্দিন তাকে জবাই করে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নুর নাজমা নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম মাঠপর্যায়ে কাজ করছে। অতি দ্রুতই হত্যাকারীকে সনাক্ত করে আটক করা হবে।

 
									 
					