নিজস্ব প্রতিবেদক
১৭ মে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের নিজস্ব কার্যালয়ে (অস্থায়ী) অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক শেখ ইমামুল কবির, প্রদীপ দাস, হাসান ইমাম সাগর, শহর কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, সদস্য শেখ কামরুজ্জামান, শামসুর রহমান, অনিক আহম্মেদ, শরিফুল ইসলাম প্রমুখ।