নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যশোরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে প্রেসক্লাব যশোরের হলরুমে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম বিটু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ স্বেচ্ছাসেবক লীগ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কর্মী সমাবেশের উদ্বোধন করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও শেখ ইমামুল কবির।
আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য প্রদীপ দাস, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ, দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য রমজান গাজী প্রমুখ।