নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রেলস্টেশন সংলগ্ন জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠু।
কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ ইমামুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, জেলা কমিটির সাবেক সহ-সভাপতি মিকাইল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাবেক সদস্য সাজ্জাদ গনি খান রিমন, সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, যশোর পৌর কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ ইব্রাহিম, শাহজাদা নেওয়াজ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার, বাঘারপাড়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরিফুর রহমান তিব্বত, ঝিকরগাছা উপজেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ, চৌগাছা উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, মণিরামপুর উপজেলা শাখার যুগ আহ্বায়ক শহিদুল ইসলাম, অভয়নগর উপজেলা শাখার সভাপতি আসলাম বিশ্বাস প্রমুখ। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইমামুল কবীর জানান, ‘১২ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলন যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তিনি জানান বৃষ্টি এবং তাপদাহের বিষয়টি মাথায় রেখে উপরে সামিয়ানা এবং পর্যাপ্ত সংখ্যক সিলিং ফ্যানের ব্যবস্থা রাখা হবে।