নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রিকশাচালক, ইজিবাইক চালক ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের গাড়িখানা রোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঠান্ডা শরবত বিতরণ করা হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত-উল্লাহ বলেন, সারাদেশে তীব্র তাপদাহ চলছে। এতে করে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। এ কারণে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে গরমে কষ্ট পাওয়া রিকশাচালক, ইজিবাইক চালক ও সাধারণ মানুষের ঠান্ডা পানির শরবত বিনামূল্যে বিতরণ করছি। আগামী কয়েকদিন এ কার্যক্রম চালাবো। এ ঠান্ডা শরবত বিতরণে কিছুটা হলেও মানুষ উপকৃত হবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামারুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মমিনুর সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রিদওয়ান ইসলাম রিপন মোড়ল, পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, শাহেদ হোসেন, পৌর ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব।