নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের রেলগেট তেঁতুলতলা মোড়ে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজের আয়োজনে কর্মসূচি পালিত হয়। শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম মিলন।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম তুহিন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমামুল কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সদস্য প্রদীপ দাস, নুর ইমাম বাবুল, সদর উপজেলা কমিটির সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ ইব্রাহিম ও নজরুল ইসলাম সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ। দোয়া মাহফিল পরিচালনা করেন শহরের আদর্শপাড়া জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল রহমান রহমানী।
