নিজস্ব প্রতিবেদক
যশোরে মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট ক্রীড়াঙ্গণ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ক্রীড়া সংস্থা। বুধবার সকালে শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সফিয়ার রহমান মল্লিক, আখিরুজ্জামান সান্টু, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, শহীদ আহমেদসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।
