নিজস্ব প্রতিবেদক :
যশোরে শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছে পৌর আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকালে পৌর ৫ নম্বর ওয়ার্ডের আরবপুর সমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় এতিমখানা শতাধিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সহযোগিতায় এর আগে ৯টি ওয়ার্ডেই কম্বল বিতরণ করে পৌর আওয়ামী লীগ। এছাড়া শীত মৌসুমে শাহীন চাকলাদার এমপির উদ্যোগে যশোর শহর ছাড়াও সদর ও কেশবপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যুবলীগনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগনেতা আলী হোসেন, গোলাম রব্বানি, জেলা পরিষদের সদস্য রেহেনা খাতুন, যশোর পৌরসভার কাউন্সিলর নাছিমা আক্তার জলি, পৌর ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ইমাম হাসান বাবলু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান বাবু, নুরুল্লাহ খান লিখনসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
