নিজস্ব প্রতিবেদক
যশোরে হত্যা ছিনতাই মাদক মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা গ্রিলকাটা চোর চক্রের প্রধান রাশেদুলকে (৩৬) আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার শেখহাটি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল, বিভিন্ন কোম্পানির ৭১ টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক রাশেদুল শহরতলীর শেখহাটি মোল্যা পাড়ার তোরাফ আলীর ছেলে।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল জুয়েল ইমরান শনিবার দুপুর সাড়ে ১২ টায় কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
জুয়েল ইমরান বলেন, উপশহরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করতে যেয়ে সিসি ফুটেজের ভিডিওর তথ্য অনুযায়ী কুখ্যাত চোরকে সনাক্ত করতে সক্ষম হয়।
এক পর্যায় অভিযুক্ত রাশেদের সন্ধান পায় পুলিশ। গত শনিবার গভীর রাতে অভিযানকালে রাশেদুলের বাসা থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় বড় ধরনের চুরি-ডাকাতি সংঘটিত কাজে ব্যবহৃত বিভিন্ন সঞ্জামাদি উদ্ধার হয়।
রাশেদের বিরুদ্ধে থানায় হত্যা, দশ্যুতা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। প্রেস ব্রিফিংয়ের সময় যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।