নিজস্ব প্রতিবেদক
যশোরে দুর্বৃত্তদের হাতুড়ি পেটায় সাইফুল ইসলাম সাগরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
বাদী মামলায় বলেছেন, তার ভাই সাগর বালি ও মাটির ব্যবসা করতেন। এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজনের সাথে তার পূর্ব বিরোধ ছিলো। ব্যবসায়ীক কাজে গত ৭ অক্টোবর বিকেল চারটার দিকে এলাকার আমদাবাদ বাজারে যান সাগর। ফিরে আসার বিকেল সাড়ে ৫টার দিকে পভকুটিয়া বাজরে পৌছানো মাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী সাগরের পথরোধ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি পিটিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া হয়। এরপরে তাকে হাতুড়ি পেটা করে মৃত্যু নিশ্চিত ভেবে ওই সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন যশোরের চিকিৎসকেরা। ঢাকায় নেয়ার পথে রাত দেড়টার দিকে পদ্মা বহুমুখি সেতু পার হওয়া মাত্রই সাগর মারা যান। এরপরে তার লাশ এনে যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের পর পারিবাকি কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেছেন। কিন্তু কোন আসামিকে গ্রেফতার বা হত্যার কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কামরুজজামান বলেছেন, হত্যার কারণ উদঘাটন ও খুনিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।