নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শুক্রবার সকাল ১১ টার সময় যশোর সম্মিলনী ইনিস্টিটিশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আহবায়ক যোসেফ সুধীন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব তপন কুমার ঘোষাল। প্রথমে জেলা সদস্য সুবল রায়ের আত্মার প্রতি শোক বার্তা জ্ঞাপন করে কার্যক্রম শুরু করা হয়।
বর্ধিত সভায় মূল আলোচ্য বিষয় যশোর জেলা কমিটি, উপজেলা ও পৌরকমিটির কাউন্সিল করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ছাড়াও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়ে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুগ্ম আহবায়ক সন্তোষ দত্ত। আরও বক্তব্য যশোর জেলা সদস্য যোগেশ পাল, জেলা সদস্য রবিনসন আর বিশ্বাস, জেলা সদস্য সঞ্জয় রাসেল মন্ডল, জেলা সদস্য অসিম কুমার মন্ডল, জেলা সদস্য বিকাশ মন্ডল, জেলা সদস্য ও সদর উপজেলা আহবায়ক তিমির ঘোষ জয়, জেলা সদস্য ও মনিরামপুর উপজেলা যুগ্ম আহবায়ক অধক্ষ্য মিলন কুমার ঘোষাল, জেলা সদস্যও কেশবপুর উপজেলা সাধারণ সম্পাদক এড মিলন মিত্র, জেলা সদস্য ও শার্শা উপজেলা সভাপতি বিকাশ আইচ, দলিত সম্প্রদায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, যশোর জেলা সদস্য কামিনী রঞ্জন সাহা, যশোর জেলা সদস্য ও কেশবপুর যুগ্ম সাধারণ সম্পাদক অজিত মুখার্জী, সদস্য বিধান দত্ত, সদস্য জেমস বাপ্পি গাজী, সদস্য ফিলিপ বাবলু বিশ্বাস, সদস্য দিপক কুমার দত্ত, শার্শা উপজেলা সভাপতি জয়দেব সিংহ, বাঘারপাড়া উপজেলা আহবায়ক শোচিন্দ্র নাথ, ঝিকরগাছা উপজেলা সদস্য নিমাই চন্দ্র ঘোষ, মুনাল দত্ত, জেলা সদস্য ও মনিরামপুর উপজেলা আহবায়ক তপন বিশ্বাস পবন ও শিফন অধিকারী প্রমুখ।