নিজস্ব প্রতিবেদক
যশোরে হেরোইনসহ রেলগেট এলাকার চিহ্নিত মাদক কারবারি মোটা শাহিন ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলো, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেন ওরফে ময়েন মোল্যার ছেলে চিহ্নিত মাদক কারবারি শাহিন ওরফে মোটা শাহিন, মৃত মোহাম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম ও চাঁচড়ার রায়পাড়ার আব্দুল করিম মিয়ার ছেলে মিন্টু মিয়া।
যশোর শহরের পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই রনজিত কুমার সেন মামলায় জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে এলাকার খড়কি কলাবাগান পীরবাড়ির পাশে আয়শা খাতুনের বাড়ির সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ গ্রাম হেরোইন। এই ঘটনায় রাতেই মামলা দিয়ে পরদিন সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।