নিজস্ব প্রতিবেদক
যশোরে হেরোইন চোরাচালান মামলায় পলাতক আসামি আশরাফুল রহমান কাজলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আশরাফুল রহমান কাজল শহরের পূর্ববারান্দীপাড়া শতদল স্কুল এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ১৪ মার্চ সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ এলাকার দিঘিরপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একশ’ গ্রাম হেরোইনসহ আশরাফুল রহমান কাজলকে আটক করা হয়। এই ঘটনায় পোর্ট থানার এসআই শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছরের ১৩ এপ্রিল তদন্ত শেষে এসআই ফিরোজ উদ্দিন আসামি আশরাফুল রহমান কাজলকে অভিযুক্ত করে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আশরাফুল রহমান কাজলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। কিন্তু রায় ঘোষণাকালে পলাতক থাকায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেয়া হয়েছে।