নিজস্ব প্রতিবেদক
যশোরে ব্যতিক্রমী আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এডুকেশন সামিট। জেলা প্রশাসনের সহযোগিতায় ইংরেজি শিক্ষাকে ছড়িয়ে দিতে ‘যশোর ইএসএল সামিটে সাত দফা বাস্তবায়নের ঘোষণা’ দেয়া হয়। ঘোষণা অনুযায়ী, জেলা প্রশাসনের সহযোগিতায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থীকে আগামী ছয়মাসে আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথডে খেলার মাধ্যমে বিনামূল্যে স্পোকেন ইংরেজি শেখাবে। শনিবার যশোর আরআরএফ সেন্টারের ভিআইপি কনফারেন্স রুমে আইডিয়া স্পোকেন-দ্যা গেইম মেথড এই সামিটের আয়োজন করে।
আইডিয়া স্পোকেন-দ্যা গেইম মেথড’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। সামিটে জেলার স্বনামধন্য ১০টি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি উপস্থিত হয়ে আগামী ছয় মাসব্যাপী স্ব স্ব বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংরেজি শিখন কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।
সামিটে কী-নোট উপস্থাপন করেন আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড’র প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে যশোর জেলাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ইংরেজি শিখনে বড় ভূমিকা রাখবে আইডিয়া স্পোকেন-দ্যা গেইম মেথড এর খেলতে খেলতে ইংরেজি শিখন প্রক্রিয়া। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি-‘স্মার্ট সিটিজেন’ গড়ে তোলার জন্য আমাদের শিক্ষার্থীদের দুইটি বিষয় ভীষণ প্রয়োজন- একটি হলো প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা এবং আরেকটি নিজেকে যুগোপযোগী করে তোলা। আর শিক্ষার্থীদের এই দুইটি বিষয় অর্জনের অন্যতম মাধ্যম হতে পারে ভাষাগত যোগ্যতা। খেলার মাধ্যমে আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড এই কাজটিই শিক্ষার্থীদের কাছে সহজ করে তুলছে প্রতিনিয়ত। এবং সেই পদ্ধতির উপর বিশ্বাস রেখেই আজ যশোরের স্বনামধন্য ১০টি স্কুল যুক্ত হলো আমাদের সাথে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ইংরেজি ভাষায় আমাদের শিক্ষার্থীরা লিখতে পারলেও কথপোকথনে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়। ইংরেজি ভাষায় জড়তা কাটিয়ে তোলার জন্য খেলার ছলে আইডিয়া স্পোকেন এর শিখন প্রক্রিয়া সাহায্য করবে। যশোরের দশটি শিক্ষা প্রতিষ্ঠান আজ ‘যশোর ইএসএল সামিট ডিকলারেশন-২০২৩ সাক্ষর করে নতুন এক অধ্যায়ের সূচনা করলো। একই সাথে ঘোষণা করলো আগামী ছয় মাসব্যাপী সাত দফা শিখন কর্মসূচি।
সামিটে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট, সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়, মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয়, যশোর আমিনিয়া আলিয়া মাদরাসা, হামিদপুর দারুল আমান দাখিল মাদরাসা, যশোর কালেক্টরেট স্কুল, নবকিশলয় স্কুল ও মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি। জেলা প্রশাসনের সহযোগিতায় এই দশটি শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থীকে আগামী ছয়মাসে আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথডে খেলার মাধ্যমে বিনামূল্যে ইংরেজি শিখতে সহযোগিতা করবে।