নিজস্ব প্রতিবেদক: যশোরে করোনার টিকার বুস্টার ডোজ পেয়েছেন ১২ হাজার ১১২ জন। করোনা সতকর্তার অংশ হিসেবে গত ১৩ দিনে ওই বুস্টার ডোজ দেয়া হয়েছে। সংক্রমণ বিপজ্জনক মোড় নেয়ায় বুস্টার ডোজ কার্যক্রম চলছে।
যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বুস্টার ডোজ হিসেবে অক্সফোর্ড অ্যাস্টোজেনেকার টিকা পেয়েছেন ৯ হাজার ৫৯ জন। ফাইজারের টিকা পেয়েছেন ৩ হাজার ৫৩ জন। এসব টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৬৯ ও ৪ হাজার ৪৪৩ নারী।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, প্রথম পর্যায়ে ষাটোর্ধদের বুস্টার ডোজ দেয়া হচ্ছে। এছাড়াও স্বাস্থ ও গণমাধ্যমকর্মীসহ ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজের আওতায় আসছেন। পর্যায়ক্রমে সবাই বুস্টার ডোজ পাবেন।