নিজস্ব প্রতিবেদক
যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন সেট, হ্যাক হওয়া ফেসবুক আইডি ও অন্য বিকাশে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরদার জানান, মে মাসে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তির ২৭ টি মোবাইল ফোনসেট, হ্যাক হয়ে যাওয়া ১৭ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার ও ভুল বশত অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া ৭ ভুক্তভোগীর মোট ৮০ হাজার ৫৩০ টাকা উদ্ধার করেছে।
শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মোবাইল ফোনসেট, টাকা, হ্যাকড হওয়া ফেসবুক আইডি বুঝিয়ে দেয়া হয়েছে।
এছাড়াও হারিয়ে যাওয়া ৬ জনকে উদ্ধার, ১টি হোয়াটস অ্যাপ আইডি ও ২টি ইমো আইডির সমস্যার সমাধান দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরদার ভুক্তভোগীদের সাথে কথা বলে সমস্যরা সমাধান করেন। তিনি বলেন, মে মাসের আরো ৫টি অভিযোগ তদন্ত করা হচ্ছে।
