নিজস্ব প্রতিবেদক
যশোরে ২৮ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে স্মার্ট সাদাছড়ি ও দু’জন শারীরিক প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে রোববার সকালে যশোর কালেক্টরেট প্রাঙ্গনে এই উপকরণ বিতরণ করা হয়। যশোরের জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টারেট চত্বরে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন।
‘সাদাছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর কালেক্টরেট চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান প্রমুখ। র্যালি শেষে ২৮ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে স্মার্ট সাদাছড়ি ও দু’জন শারীরিক প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল প্রদান করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন। অনুষ্ঠানে বাঁচতে শেখা, অন্ধ কল্যাণ সংস্থা, আশরাফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
