নিজস্ব প্রতিবেদক
যশোর কমিউনিটি ইউকে ও সিডস অফ জাননাহ’র উদ্যোগে যশোরে ৩০ জন এতিম মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে শহরের খড়কি আনজুমানে খালেকিয়া এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কমিউনিটি ইউকে’র উপদেষ্টা শরিফুল ইসলাম, সভাপতি ইউনুস হাসান লিমন, যশোর প্রতিনিধি তারফ হোসেন, কামরুজ্জামানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যশোর কমিউনিটি ইউকে’র সদস্যরা বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরই সংগঠনটি অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ নানা সেবামূলক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। আগামীতেও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ইউনুস হাসান লিমন।
