নিজস্ব প্রতিবেদক
শুদ্ধ উচ্চারণে ঋদ্ধ বাংলা এই প্রতিপাদ্যে যশোরে ৩ দিন ব্যাপি আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাচিক শিল্পী সংঘ যশোরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া কর্মশালার মঙ্গলবার ছিল শেষ দিন। ৩ দিন ব্যাপি প্রমিত উচ্চারণ ও উচ্চতর আবৃত্তি কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট আবৃত্তিকার মাহিদুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, বাচিক শিল্পী সংঘের সভাপতি ড. সবুজ শামীম আহসান, সাধারণ সম্পাদক সাধন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর শ্রাবনী সুর।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে সবিতা পাল, কাজী ইশরাত শাহেদ, শিলা দাস ও শিশু আবৃত্তি শিল্পী রুফফা তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে একটি দলীয় আবৃত্তি পাঠ করেন কর্মশালায় অংশগ্রহণকারী শিশু আবৃত্তি শিল্পীরা।
এ কর্মশালায় বিভিন্ন বয়সী ১২০ জন আবৃত্তি শিল্পী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
