নিজস্ব প্রতিবেদক
যশোরে ব্যাকবেঞ্চার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সুলভ ঈদ বাজারে ৪০০ টাকায় মিলছে ৯ প্রকারের খাদ্য দ্রব্য। এর মধ্যে রয়েছে ৫শ গ্রাম সয়াবিন তেল, এক কেজি আটা, পোলাও চাল, মুরগি, সেমাই ২০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, দুধ ৫০ গ্রাম, মসলা ৫০ টাকার ও লুডুস ১৫০ গ্রাম। শুক্রবার শহরের আর এন রোড নতুন বাজার এলাকায় অস্থায়ী এই সুলভ ঈদ বাজার চালু করা হয়।
উদ্যোক্তরা জানিয়েছেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নি¤œ আয়ের মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখানে পণ্য সামগ্রী বাজার মূল্যের অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ১ কেজি আটা ৬০ টাকা, সয়াবিন তেল ৮৩ টাকা, সেমাই ৫০ টাকা, চিনি ৭৪ টাকা, দুধ ২৫ টাকা, পোলাও চাল ১৫০ টাকা, মুরগি ৩১০ টাকা, মসলা ৫০ টাকা ও লুডুস ২৫ টাকা দরে বাজার মূল্য ৮২৭ টাকার পরিবর্তে সংগঠনটি ৪০০ টাকায় দিচ্ছে।
বাজার থেকে কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষেরা। তারা বলছেন রমজানে প্রায় সকল পণ্যের দাম বেশি। এই অবস্থায় খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে ব্র্যাক বেঞ্চার মতো অন্যরাও এগিয়ে এলে সমাজের চিত্র বদলে যাবে।
ব্র্যাক বেঞ্চারের সভাপতি জাকিউল ইসলাম পিংকু জানান, গত কয়েক বছর ধরে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিনা মূল্যে খাবার বিতরণ করে থাকে এই সংগঠনটি। রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতীতে গরীব মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে।
