নিজস্ব প্রতিবেদক
যশোরের চারটি উপজেলার ৪০টি ইউনিয়ন এবং ছয়টি পৌরসভার ৩৩টি ওয়ার্ডে একযোগে স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে নিষ্ক্রিয় নেতাদের শোকজ করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর জানান, দলের কার্যক্রম স্থবির হওয়ায় এবং অনেক স্বেচ্ছাসেবক বিএনপিতে সক্রিয় হওয়ায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনকে পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
বিলুপ্ত কমিটির মধ্যে রয়েছে চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন, বেনাপোল পৌরসভার কিছু ওয়ার্ড, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের কয়েকটি ওয়ার্ড, বাঘারপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ড, অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা, মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এবং কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড।
এছাড়া শার্শার ১১টি ইউনিয়নে আগামী ৭ দিনের মধ্যে কর্মী সভা করার নির্দেশনা দেয়া হয়েছে।
বিলুপ্ত কমিটির নেতারা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মতবিনিময় সভায় অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে, যা তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
গত শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের উপস্থিতিতে মতবিনিময় সভায় অনেক ইউনিটের নেতা-কর্মীদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় এবং সেই সময়ই নিষ্ক্রিয় ইউনিটের কমিটি বিলুপ্ত ও শো’কজের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: যশোরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা ধারণা পুলিশের