নিজস্ব প্রতিবেদক
যশোরের খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮৫ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস টহল দল এই অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা যায়, খুলনা-যশোর মহাসড়কের মুড়লী মোড়ে সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির মো. রুবেল (৩৪)। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
আটকের সময় তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৯৯৫ টাকা এবং স্বর্ণসহ সর্বমোট ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকার মালামাল জব্দ করা হয়েছে। আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় স্বর্ণ, অস্ত্র, মাদক, ডলার ও হুন্ডি পাচার রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলেই একের পর এক সফলতা আসছে। সীমান্তে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।”
