নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের সেরা ৫১ জন শিশু-কিশোরকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হুমায়ূন কবির খন্দকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান ফকির আখতারুল আলম, সিটি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, যশোরের সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে আযান, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা বিষয়ে তিনজন করে বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে ইসলামী জ্ঞানসহ মোট সাতটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি বিষয়ে তিনজন করে মোট ৫১ বিজয়ীর মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।