নিজস্ব প্রতিবেদক
বিজয়ের বায়ান্ন বছর উদযাপনে ‘বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান’ শ্লোগানকে সামনে রেখে যশোরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে আর্ট (চিত্রাঙ্কন) ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। ক্যাম্পে দেশবরেণ্য ৫২ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয়ের ৫২বছর পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুল হক লিটু, এসএম সুলতান ফাইন আর্ট কলেজ, অধ্যক্ষ শামীম ইকবাল প্রমুখ। এ আর্ট ক্যাম্পে যশোর, নড়াইল ও খুলনাসহ দেশবরেণ্য ৫২ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করে।
এরপর ৭ ডিসেম্বর সকাল ১১টায় ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। ৮ থেকে ১২ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে যশোর শহর ও সকল উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ অংশ নেবে।