নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর পৌর শাখার অধীন শহরের ৮টি ওয়ার্ডের কমিটি গঠন শেষে তালিকা সভাপতি ও সাধারণ সম্পাদকদের হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কাপুড়িয়া ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথ এগুলি হস্তান্তর করেন। এ সময় তারা জানান, দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতাদের, জেলার বর্তমান ও সাবেক নেতাদেরসহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওয়ার্ড কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হবে।

 
									 
					