নিজস্ব প্রতিবেদক
যশোরে আট শিক্ষককে সংবর্ধনা দিয়েছে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ। বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক হিসেবে তাদের সংবর্ধনা দেয়া হয়। শনিবার সকালে শিক্ষাবোর্ড অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে শিক্ষা ব্যবস্থা আরো এগিয়ে যেতো। শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। অথচ শিক্ষকরা শিক্ষার্থীদের গাইড বই পড়ান। সেই সাথে কোচিং করান। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সময় অনেক শিক্ষকের সনদ জাল ধরা পড়ে। বাংলাদেশকে দুর্নীতি মুক্তদেশ হিসেবে গড়তে হলে শিক্ষকদের দুর্নীতি মুক্ত হতে হবে। তাই আমরা যদি একজন আদর্শ ছাত্র গড়ে তুলতে পারি। তাহলে সে দেশ গড়ার কাজে আসবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিহির কুমার সাহা, নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপশহর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহীন ইকবাল।
শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ও ঝিকরগাছার শহিদ মশিয়ূর রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পাভেল চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মশিউল আযম, যশোরের মিশন রোডের আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, ঝিকরগাছার শহিদ মশিয়ূর রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানিক দত্ত, ঝিকরগাছার বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, খাজুরা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না মিত্র প্রমুখ।
আলোচনা পর্ব শেষে ৮ জন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, যশোর সম্মিলনী ইন্সটিটিউশন স্কুলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শিক্ষক তারাপদ দাস, যশোরের মিশন রোডের আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, সদরের হৈবতপুরের কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মশিউল আযম, ঝিকরগাছার শহিদ মশিয়ূর রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানিক দত্ত, ঝিকরগাছার বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, খাজুরা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না মিত্র, কুষ্টিয়ার মিরপুর আঁটিগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক খেলাফত হোসেন, মাগুরার গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আফসার উদ্দিনের পক্ষে সংবর্ধনা গ্রহণ করেন বিমান বাহিনীর সার্জেন্ট ডালিম আহমেদ ও প্রবীণ শিক্ষক তারাপদ দাসের পক্ষে সংবর্ধনা গ্রহণ করে সাংবাদিক প্রণব দাস।