নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের নাজির শংকরপুরস্থ আইটি পার্কের সপ্তম তলায় অবস্থিত এ্যাবাকাস সফট বিডি লি. নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। চোরেরা প্রতিষ্ঠানের হার্ডবোর্ডের দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে টাকা, ক্যামেরা, অফিসের গুরুত্বপূর্ণ নথি ও দলিলপত্র নিয়ে যায়। চুরির ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করতে গেলে তা নথিভুক্ত না করে অভিযোগটি জমা নেওয়া হয়। আইটি পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ্যাবাকাস সফট বিডির সত্ত্বাধিকারী জহির ইকবাল জানান, শেখ হাসিনা সফটওয়্যার পার্কের ৭ম তলায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় সময় প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়। পরের দিন শনিবার (১২ নভেম্বর) সকাল ৯ টায় এসে দেখি প্রতিষ্ঠানের পূর্ব পাশের হার্ড বোর্ডের দেয়াল ভাঙ্গা। অফিসের ড্রয়ারে রাখা ৭৫ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা, অফিসের গুরুত্বপূর্ণ নথি, দলিলপত্র ও একগোছা চাবি নেই। অজ্ঞাত চোরেরা অফিসের হার্ডবোর্ডের দেয়াল ভেঙ্গে ওই সব মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জহির ইকবাল কোতয়ালি থানায় মামলা করতে গেলে ওসি তাজুল ইসলাম মামলা না নিয়ে একটি অভিযোগ গ্রহণ করে।
আরও পড়ুন: জমির বিরোধে মামলা দিয়ে ১৬ পরিবারকে হয়রানি!

