নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও ১৪ দলসহ মহাজোট সমর্থিত সভাপতি প্রার্থী সমিতির বর্তমান সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজার প্যানেল যশোর আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে সমিতির ১ নম্বর ভবনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইসমত হাসারের হাতে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে সভাপতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও ১৪ দলসহ মহাজোট সমর্থিত সভাপতি প্রার্থী শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সহসভাপতি প্রার্থী সিরাজুল ইসলাম লেন্টু, যুগ্ম সম্পাদক প্রার্থী ইমদাদুল হক ইমদাদ, সহকারী সম্পাদক প্রার্থী গোলাম নবী ও নব কুমার কুন্ডু, গ্রন্থাগার সম্পাদক প্রার্থী জাহিদুল ইসলাম সুইট ও সদস্য পদে আকবার আলী, বুলবুল হোসেন, রফিকুল ইসলাম, নুর ইসলাম নুরুল।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী আবদুল আলী, এটিএম এনামুল হক, মাহাবুব আলম বাচ্চু, মশিয়ার রহমান, আবু বক্কার সিদ্দিক, সাবেক পিপি আব্দুল কাদের আজাদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গাজী আবদুল কাদির, সৈয়দ মোকাররম হোসেন, শরিফুল আলম মিলন, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, খন্দকার দেলোয়ার হোসেন, চিরন্তন মল্লিক, সাবেক স্পেশাল পিপি বদরুজ্জামান পলাশ, আলতাফ হোসেন (২), সাবেক জিপি সোহেল শামীম, বিনয় কৃষ্ণ রায়, সৈয়দ কবির হোসেন জনি, হাদিউজ্জামান সোহাদ, জিএম আবুল কালাম প্রমুখ।
মনোয়নপত্র জমা শেষে অনুষ্ঠিত সভায় বক্তার বলেন, দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টির জন্য এক পক্ষ উঠে পড়ে লেগেছে। মনোনয়নপত্র জমা দানের সময় শতাধিক আইনজীবীর উপস্থিতি প্রমাণ করে আমরা মূলধারার সাথে আছি। কেউ আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না।