নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য শেখ নুর ইসলামের মৃত্যুতে রোববার জেলা ও দায়রা জজ আদালত ফুল কোর্ট রেভারেন্স হয়েছে। এরপর আইনজীবী সমিতির উদ্যোগে এক নম্বর ভবন মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, সিনিয়র আইনজীবী গাজী আব্দুল কাদির, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, আর এম মঈনুল হক ময়না, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট ও আমিনুর রহমান, মাহমুদা খানম, আব্দুল লতিফ, গোলাম মোস্তফা মন্টু, সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।
সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান-১।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দুপুর ১২ টা ৪৫ মিনিটে শহরের বারান্দীপাড়া এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন শেখ নুর ইসলাম।