নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষণ চলাকালে ১০ জন প্রশিক্ষণার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তারা মৌসুমী সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত হয়েছেন।
অসুস্থ সদস্যরা হলেন নাইমুল ইসলাম, শফিকুল ইসলাম, জুবায়ের হোসেন বাপ্পি, স্বাধীন আহমেদ, রিজভী বিশ্বাস, সজীব মল্লিক, অনিক মুন্সি, ইয়াসিন আরাফাত এবং অনিক। তাদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তারা আনসার ভিডিপি এডভান্স কোর্সের ২৮ দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। এই প্রশিক্ষণ দলে মোট ৭৮ জন সদস্য রয়েছেন।
অসুস্থ প্রশিক্ষণার্থীরা জানান, বুধবার সকালে আলু ভর্তা ও ডাল দিয়ে ভাত খাওয়ার পর তারা যথারীতি প্রশিক্ষণে অংশ নেন। এরপর হঠাৎ তাদের মাথা ঘোরা, জ্বর, পেট ব্যথা, সর্দি-কাশি এবং অন্যান্য উপসর্গ দেখা দিলে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৯টার দিকে আনসার সদস্য মোতালেব হোসেন তাদের হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, প্রশিক্ষণ চলাকালীন শরীর ঘেমে গেলে এবং ঠান্ডা লাগলে এমনটা হতে পারে। এটি একটি মৌসুমী রোগ এবং এতে ভয় পাওয়ার কিছু নেই।